মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন  © সংগৃহীত

সারাদেশে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এরইমধ্যে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় প্রজাপতি নামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।

রোববার (১১ নভেম্বর) বেলা ১টা ১০ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস পরে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহজনক একজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

মিরপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মিরপুর ১০ গোলচত্বর ব্যস্ততম এলাকা। তবুও এখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আগুন দিয়েই তারা পালিয়ে যায়। ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসা করা হবে, তদন্ত করে বের করা হবে কারা আগুন দিয়েছে।

আরও পড়ুন: ৪র্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ভেতর থেকে আগুন দেয়া হয়েছে। বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিল কারো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সর্বশেষ সংবাদ