০৩ নভেম্বর ২০২৩, ২১:৫৬
বঙ্গবন্ধু টানেলেও দেখা দিল তীব্র যানজট
ছুটির দিনে গাড়ির চাপ বাড়ায় চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভেতর ও বাইরের এক কিলোমিটার যানজট তৈরি হয়। আজ শুক্রবার বিকেল ঘণ্টাব্যাপী যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ ও টানেল কর্তৃপক্ষ।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন কালের কণ্ঠকে বলেন, টানেলের ভেতর ও বাইরে এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিলো। আজকে সারা চট্টগ্রাম থেকেই মানুষ এসেছিল টানেল দেখতে।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বলেন, টানেলের পতেঙ্গা প্রান্তে যানজট সৃষ্টি হয়েছিল। এই কারণে কিছু গাড়ি টানেলে জটে পড়ে। ঘণ্টাখানেকের মত ছিলো এই যানজট। অন্য দিনের তুলনায় আজ গাড়ির চাপ বেশি ছিল। তাই যানজট হতে পারে।
গত ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয়। পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।