সাতক্ষীরায় সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু
সাতক্ষীরার তালায় সাপের কামড়ে মুশফিকা খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৩টার দিকে তালা উপজেলার সুজনশাহ বাজার সংলগ্ন ঢ্যামশাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকা খাতুন (২০) শহীদ মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন।
নিহত মুশফিকা খাতুন (২০) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের লতিথ সরদারের মেয়ে। একই সাথে সে তালা উপজেলার সদরের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এই মেধাবী শিক্ষার্থীর পরিবারে।
নিহতের মামা সেলিম মোড়ল বলেন, মঙ্গলবার রাতে পড়াশোনা শেষ করে ঘুমাতে যায় মুশফিকা। এরপর গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বৈদ্যুতিক সুইচ চালু করার সময় তার বাম হাতের আঙ্গুলে সাপে কামড় দেয়। ওই সময় তাৎক্ষণিকভাবে কি সাপে কামড় দিয়েছে সেটা দেখতে পায়না মুশফিকা। পরে পরিবার ও প্রতিবেশীদের সহযোগীতায় পার্শ্ববর্তী কবিরাজের কাছে নিয়ে গেলে কিছু সময় চিকিৎসা দেওয়ার পরে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত ৩ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুশফিকার সহপাঠী সুমাইয়া খাতুন বলেন, গতকাল মঙ্গলবার মুশফিকার সঙ্গে কলেজে ক্লাস করেছি। বিকালে এক সঙ্গে প্রাইভেট শিক্ষকের কাছে পড়েছি। আজকে তার মৃত্যু হয়েছে বিষয়টা মেনে নেওয়া খুব কষ্টকর। কলেজের সব সহপাঠীরা তার মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। মুশফিকার অনেক মেধাবী ছিলো।
কলেজের একাধিক শিক্ষক বলেন, মুশফিকা অনেক মেধাবী ও নম্র ভদ্র ছিলো। শিক্ষকদের খুব সম্মান করতো ও পড়াশুনা নিয়ে সব সময় নিজেকে ব্যস্ত রাখতো। তার এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।