০১ নভেম্বর ২০২৩, ১৭:৪০

জাতীয় যুব দিবসে শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‍্যালির আয়োজন 

জাতীয় যুব দিবসে আয়োজিত সাইকেল র‍্যালিতে অংশে নেয়া শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

যাতীয় যুব দিবস উপলক্ষে রংপুরের তরুণদের নিয়ে গঠিত সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের পক্ষ থেকে এক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) রংপুরের বিভিন্ন এলাকায় সাইকেল র‌্যালিটি প্রদক্ষিণের আয়োজন করে সংগঠনটি। 

র‌্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ২নং গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিটির উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। র‌্যালিটিতে অংশগ্রহণকারীরা সাইকেল ব্যবহার করে পরিবেশ দূষণ কমাতে চান। 

তারা মনে করেন, সাইকেল ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হয়, শরীর সুস্থ থাকে এবং অর্থও বাঁচে। বর্তমানে পরিবেশ দূষণের ফলে পরিবেশের বিভিন্ন ক্ষতি হয়, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়েন অনেকে। এর উল্লেখযোগ্য প্রভাব হচ্ছে জলবায়ু পরিবর্তন এর ফলে খরা, বন্যা,দাবানলসহ প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হওয়া। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে ধরে রাখার জন্য জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ দূষণ কমানোর সচেতনতা সরূপ তাদের এই আয়োজন। 

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আগামীতে যানবাহন ব্যবহার কমানো, রিসাইক্লিং এবং কমপোস্টিং, পানির সঠিক ব্যবহার, জৈব স্যার ব্যবহার, শক্তির দক্ষতা বৃদ্ধিসহ পরিবেশ সুরক্ষায় আইন এবং বিধিনিষেধ প্রণয়ন করার মতো বার্তা ছিলো এই র‌্যালির প্রতিপাদ্য। 

র‌্যালিটির উদ্বোধন করেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর রংপুর জেলার সমন্বয়কারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  শিক্ষার্থী আসফাক সাজু। তিনি বলেন, পরিবেশ দূষণ আমাদের একটি বড় সমস্যা। আমরা এই সমস্যা সমাধানে সাইকেল ব্যবহারকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখছি। আমরা চাই, আমাদের তরুণরা সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখুক। সেই সাথে জলবায়ুর ক্ষতি পূরণের যে নায্য অধিকার সেটা বিশ্বের পরিবেশ দূষণকারী দেশগুলোক দিতে হবে।। শুধু জ্বালানী শক্তির উপর নির্ভরশীল না থেকে আমাদের দ্রুত নবায়ন যোগ্য শক্তির নির্ভরশীলতা   বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট শারিরীক ও মানসিক স্বাস্থ্যেঝুঁকি পরিত্রাণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।আমরাই পারি আমাদের আগামীর প্রজন্মকে সংকট মুক্ত ও একটি বাস যোগ্য পৃথিবী দিতে।

র‌্যালিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। তারা বলেন, “সাইকেল চালাও, পরিবেশ দূষণ কমাও”, “পরিবেশ বাঁচাতে সাইকেল চালানো চাই”, “সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো”। র‌্যালিটিতে প্রায় শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে আলোচনাসভায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।