৩১ অক্টোবর ২০২৩, ২০:০৩

ওমরায় যাওয়ার পথে ২ মেয়েকে হারালেন বাংলাদেশি দম্পতি

রহমত উল্যাহ হেলালের সঙ্গে তার দুই মেয়ে  © সংগৃহীত

সৌদি আরবে অবস্থারত বাংলাদেশি এক দম্পতি হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাদের তিন মেয়ে। পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় পুরো পরিবার। এতে ঘটনাস্থলেই তাদের দুই মেয়ের মৃত্যু হয়। সৌদি আরবের স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) মাগরিবের আজানের আগমুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মেয়েকে হারানো দম্পতি হলেন রহমত উল্যাহ হেলাল ও মারজাহান বেগম রুনি। তাদের নিহত দুই মেয়ে হলো- ইফরা ও হাফসা। ইফরার বয়স ৮ বছর। আর হাফসা ১ বছর ৩ মাস বয়সী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রহমত উল্যাহ হেলাল ও মারজাহান বেগমও। তাদের আরেক মেয়েও কিছুটা আহত হয়েছেন। তবে মারজাহান বেগমের অবস্থা গুরুতর।

রহমত-মারজাহান দম্পতি দীর্ঘদিন সৌদি আরবের মদিনায় বসবাস করেন। তাদের স্থায়ী বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের চরকাঁকড়া গ্রামে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রহমত উল্যাহ হেলালের বোন তাহেরা আক্তার রূপা বিষয়টি নিশ্চিত করে জানান, আমার বড় ভাই তার স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ভাই মক্কায় যাচ্ছিলেন ওমরা করতে। তারা নিজেদের প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে আসা একটি লরি তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ইফরা ও হাফসা ঘটনাস্থলে মারা যায়।

তাহেরা আক্তার রূপা জানান, নিহত ইফরা ও হাফসার জানাজা শেষে সৌদি আরবের জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। আমার ভাই-ভাবি চিকিৎসাধীন।

এদিকে, ইফরা-হাফসার এমন অকাল মৃত্যুতে নোয়াখালীর বসুরহাটের চরকাঁকড়া গ্রামে শোকের ছায়া নেমেছে। গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।