নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা সবাই যুবদলের কর্মী বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদল সূত্রে জানা গেছে, জেলা যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় হরতালের সমর্থনে মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। তখন পুলিশ যুবদল নেতাকর্মীদের লক্ষ্য গুলি ছুড়ে বলে অভিযোগ তাদের। এসময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয়।