২৮ অক্টোবর ২০২৩, ১৬:২০
বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য (৩২) মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ওই পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৈনিক বাংলা এলাকা থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লেগেছিল। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ জন সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, দুই পুলিশসহ আহত কয়েকজন

নাসা ইন্টার্নশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের, সুযোগ হাইস্কুল ও কলেজ পড়ুয়াদের

২০-৩৫ হাজার বেতনে চাকরি কল সেন্টারে, বয়স ১৮ হলেই আবেদন

অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০০
