গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
নাটোরে হালিমা খাতুন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হালিমা খাতুন জেলার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকার খোকন মণ্ডলের মেয়ে। হালিমা তেলকুপি ফোরকানিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়িতে হালিমাকে একা রেখে তার বাবা-মা তাদের বড় মেয়ের বাড়িতে যান। পরে সন্ধ্যায় বাড়িতে এসে হালিমাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হালিমার ঘরের তীরের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে হালিমার ঝুলন্ত মরদেহটি মাটিতে নামিয়ে আনে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে নাটর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে নিশ্চিত করেন। তনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।