ইন্টারনেট সেবা কখন স্বাভাবিক হবে, জানা গেল
রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) এ সেবা ঠিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল শুক্রবার ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে।
সেবাদাতারা জানিয়েছেন, ভবন থেকে সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন তারা। সেগুলো অন্য জায়গায় স্থাপন করে ইন্টারনেট সেবা স্বাভাবিক করা হবে। খাজা টাওয়ারে শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। তাদের থেকে স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্যান্ডউইথ নিয়ে থাকে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, সাময়িকভাবে সংযোগ সচলের কাজ চলছে। শনিবার ইন্টারনেট সেবা ঠিক হবে। খাজা টাওয়ায়ে দু’তিনদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে।
আরো পড়ুন: দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে, ভয়ঙ্কর রোগাক্রান্ত হচ্ছেন না তো?
গত বৃহস্পতিবার খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট অর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।