২৭ অক্টোবর ২০২৩, ২০:৩৭

পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি, জামায়াতকে নয়

পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি, জামায়াতকে নয়
  © লোগো

আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

আজ শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। তবে এদিন জামায়াত ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

রাত ৮টার দিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার নিশ্চিত করেছেন।

তবে তিনি জানান, জামায়াত ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।