২১ অক্টোবর ২০২৩, ১৫:১৮

দুর্বৃত্তপনা করলে ছেড়ে দেব না: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি আন্দোলন করবে করুক, কিন্তু কোনো ধরনের দুর্বৃত্তায়ন করলে আমরা ছেড়ে দেব না।’ আজ শনিবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। আইনজীবী মহাসমাবেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে মাঠে নামতে চায় বিএনপি, জামায়াতসহ আরও অনেকেই। তারা আন্দোলন করুক, আমাদের কোনো ব্যাপারে কথা নাই। কিন্তু তারা যদি আবার কোনোরকম অগ্নি-সন্ত্রাস, ধ্বংসাত্মক কাজ করে, যদি কোনো ধরনের দুর্বৃত্তপরায়ণ কাজ করে, তাহলে আমরা ছেড়ে দেব না। এটাও বাস্তবতা।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে স্বাধীনভাবে যার যার ধর্ম সে সে পালন করবে। আমি যার জন্য বলেছি—ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই এ ক্ষেত্রেও কেউ কারও ধর্মের ওপর আঘাত হানবে না। বাংলাদেশে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তাতে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকুক, ন্যায়বিচার নিশ্চিত হোক। আমাদের মতো যেন ৩৫ বছর না লাগে বিচার পাওয়ার (বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার)। দ্রুত বিচার যাতে সম্পন্ন হয়, আমি সেই আহ্বান করছি।’