২০ অক্টোবর ২০২৩, ১৯:৩৪
আজ থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব
মণ্ডপে মণ্ডপে বোধনের মাধ্যমে দেবী দুর্গার আহ্বান করা হচ্ছে মর্ত্যলোকে। এরই মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠী দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় দিবসে অভিনেত্রীকে শ্লীলতাহানি, জবি ছাত্র কারাগারে
জানা গেছে, মণ্ডপে মণ্ডপে সন্ধ্যা ৬টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা শেষ হয়েছে। এছাড়া মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে চণ্ডীপাঠ।
সনাতনী শাস্ত্র অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। শাস্ত্র মতে, যার ফল খুব একটা শুভ নয়। শাস্ত্র অনুযায়ী দেবীর ঘোড়ায় আগমন ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। এছাড়া দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও শুভ বার্তা দিচ্ছে না।