১১ অক্টোবর ২০২৩, ২০:৫৯

বাড়িতে প্রশ্ন পাঠিয়ে এসএসসির টেস্ট পরীক্ষা নেওয়ার অভিযোগ

জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়   © ফাইল ফটো

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলছে। অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে তার পরীক্ষা নিয়েছেন।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। ২টা পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কাছে জানান। পরে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন।

ওই ছাত্রীর অসুস্থতায় মানবিক কারণে এ কাজ করেছেন স্বীকার করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কর্তৃপক্ষের অনুমতি নেয়াটা উচিত ছিলো। আমি কারো অনুমতি নেইনি। আমার ভুল হয়ে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল বলেন, আমার ঘটনাটি কর্তৃপক্ষকে জানাবো। এবিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।