শিক্ষককে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!
যশোরে দিন দুপুরে এক শিক্ষককে রশি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় ৫ জনের নামে মামলা করা হয়েছে।
গত শনিবার সদর উপজেলার বসুন্দিয়ার বানিয়ারগাতী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম আব্দুল আলীম (৩২)। সে বসুন্দিয়ার সদুল্যাপুর গ্রামের আজিজার মাস্টারের ছেলে।
অভিযুক্তরা হলেন- বানিয়ারগাতী গ্রামের আঃ রশিদের ছেলে মোঃ কাদের, চাচাত ভাই রকিব , মোঃ কাদেরের ভাই আতিকুর, ভাইরা-ভাই মুরাদ ও মোঃ আনসার।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে সিঙ্গিয়া আদর্শ কলেজ সংলগ্ন ডায়নামিক কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের
পড়াচ্ছিলেন আব্দুল আলিম। এ সময় বানিয়ারগাতী গ্রামের রকিব তাকে কল করে ডেকে নিয়ে যায়। বানিয়ারগাতী বিদ্যুৎতের পাওয়ার হাউজের পাশে হাজির হওয়া মাত্র আলীমকে রশি দিয়ে
বেঁধে মাটিতে ফেলে বানিয়াগাতি গ্রামের কাদের সহ কয়েকজন মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন।
আব্দুল আলীম জানান, আমি যেখানে কোচিং করাই সেখানে আমার বোনের নামে একটি জমি কিনেছি। এর কারণে অভিযুক্তরা আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। আমাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।