০৭ অক্টোবর ২০২৩, ১২:৪৪

দুর্গাপূজায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

দুর্গাপূজায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা  © টিডিসি ফটো

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে সবার ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা বইছে। আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। শেষ সময়ে এ উৎসব সামনে রেখে খড়, কাঠ, সুতা, রঙ আর মাটি দিয়ে নিপুণ হাতে প্রতিমা তৈরি ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী, দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট এবার মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর, ২৭ আশ্বিন। জানা গেছে, এ বছরের মহালয়ার অমাবস্যাতেই রয়েছে গ্রহণ। ১৩ অক্টোবর তারিখে (শুক্রবার) অমাবস্যা মুহূর্ত শুরু হবে রাত ১০টায় এবং অমাবস্যা মুহূর্ত শেষ হবে ১৪ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে।

সনাতন ধর্মাবলম্বী পণ্ডিতরা জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর (২ কার্ত্তিক) শুক্রবার। মহাসপ্তমী পড়ছে আগামী ২১ অক্টোবর (৩ কার্ত্তিক) শনিবার। মহাষ্টমী পড়ছে আগামী ২২ অক্টোবর (৪ কার্ত্তিক) রবিবার। সন্ধিপুজো সন্ধ্যা ৪.৫৪-তে শুরু। শেষ হবে রাত ৫:৪২-এর মধ্যে। সন্ধ্যা ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধ্যা ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি। মহানবমী পড়ছে আগামী ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক) সোমবার। বিজয়া দশমী পড়ছে আগামী ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক) মঙ্গলবার।

প্রতিমা তৈরির কারিগর রাখাল পাল (৪৫) বলেন, গতবছর চারটা প্রতিমা তৈরি করছি। এবার মালিকের অসুস্থতা কারণে মাত্র দুইটা প্রতিমার কাজ নিয়েছেন।

এই শিল্পী বলেন, গত বছর আমাদের যে প্রতিমার দাম যা ছিল এবারও তাই আছে। তবে দাম বেড়েছে প্রতিমা তৈরিতে ব্যবহৃত কাঠ, বাঁশ, খর, সুতা, রঙ, মাটিসহ প্রতিটা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর। প্রতিমা তৈরিতে ব্যবহৃত মাটি আমরা বিক্রমপুর থেকে নিয়ে আসি। একবস্তা (৫০কেজির) মাটির দাম ২০০০ টাকা, সাথে আছে পরিবহন খরচ। সবকিছুর দাম বাড়লেও বাড়েনি আমাদের মজুরি।