বিজ'র উদ্যোগে বিসিসি প্রকল্প বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ  © সংগৃহীত

বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি (BD Rural WASH for HCD) প্রকল্প বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর উদ্যোগে গাজীপুরের সিক্লাব কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন বিজ'র নতুন শাখা সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন। সভাপতিত্ব করেন বিজ'র নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ। এতে আরও উপস্থিত ছিলেন বিজ'র  উপনির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান এবং বিজ'র হেড অব মাইক্রো-ফাইন্যান্স মো. মঞ্জুরুল ইসলাম। এছাড়া প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সহকারী মহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প সমন্বয়কারী রোকনুজ্জামান, পিকেএসএফ এর ব্যবস্থাপক ও প্রোগ্রাম ম্যানেজার (অডিট) মুকুল মালাকার।

কমর্শালা সঞ্চালনা করেন বিজ'র সিনিয়র সহকারী পরিচালক (স্বাস্থ্য) বিজ, এবং ফোকাল পার্সন BD Rural WASH for HCD প্রকল্প ডা. নুসরাত জাহান।

উল্লেখ্য, বিশ্বব্যাংক এবং Asian Infrastructure Investment Bank (AIIB) এর যৌথ অর্থায়নে বাংলাদেশ সরকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প (BD Rural WASH for HCD Project) ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদে বাস্তবায়ন করছে। পিকেএসএফ বিজ'সহ অন্যান্য সহযোগী সংস্থার মধ্যমে এই প্রকল্পের আওতায় খানা পর্যায়ে ১.২০ লক্ষ নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থা এবং ১০ লক্ষ নিরাপদ ব্যবস্থাপনায় টয়লেট স্থাপনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-6) (পানি ও স্যানিটেশন বিষয়ক) অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।


সর্বশেষ সংবাদ