২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০২

শিক্ষাখাতে বরাদ্দকে ব্যয় নয়, বিনিয়োগ মনে করি: চসিক মেয়র

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ  © সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থবরাদ্দকে ব্যয় নয় বরং বিনিয়োগ মনে করি। কারণ আগামীর প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চসিক পরিচালিত ৭টি স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মো. রেজাউল করিম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষাকে প্রধান খাত ধরে এগিয়ে যাচ্ছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন— শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সলিমুল্যাহ বাচ্চু, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালালুদ্দিন চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার।