২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮

পিটার হাসকে ‘গো ব্যাক আমেরিকা’ বললেন নাজমুল

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নাজমুল  © সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারপন্থী রাজনীতিকসহ কয়েকটি শ্রেণি-পেশার ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন একাধিক নেতা ও মন্ত্রী। 

এ অবস্থায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে নাজমুল আলম বলেন, আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুতরভাবে চিন্তিত এবং আপনারা ইতোমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন যে, এই সময় ১৯৭৫ নয়, এটা ২০২৩।

তিনি বলেন, এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সম্মতি প্রদান করছে। স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।