আজ দিন রাতের দৈর্ঘ্য সমান
বছরে দুটি দিন রাত-দিন সমান হয় যা এক অবাক করা ঘটনা। বছরে ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর তারিখে পৃথিবীর সর্বস্থানেই দিন-রাত সমান হয়। এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যাকে বলা হয় ভারনাল ইকুইনক্স। অর্থ সমান রাত।
বাস্তবে দিন ও রাত একেবারে সমান হয় না কারণ সূর্যের কৌণিক আকার ও বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ। তবে দিন-রাত ১২ ঘণ্টার খুব কাছাকাছিই থাকে।
আজ ২৩ সেপ্টেম্বর। আজকের পর থেকে উত্তর গোলার্ধে দিবাভাগ কমবে ও রাত দীর্ঘ হতে থাকবে। অর্থাৎ উত্তর গোলার্ধের দেশগুলোতে কাল রোববার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে দিবাভাগে সূর্যালোক কম পেতে থাকবে এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ঘটবে এর বিপরীতটা।
আরও পড়ুন: বেশির ভাগ ছাতার রং কালো কেন?
এভাবে চলতে থাকবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। সেদিন উত্তর গোলার্ধের দেশগুলোতে সর্বত্র দিবাভাগে সবচেয়ে কম পরিমাণ সূর্যালোক পাবে, এ কারণে প্রচণ্ড শীত থাকবে। মানে সেদিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হবে। বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ বলে আগামী ২২ ডিসেম্বর হবে সবচেয়ে ছোট দিন। সেপ্টেম্বর মাসের এ ঘটনাকে সেপ্টেম্বর ইকুইনক্স (দিন-রাত সমান) বা অটাম ইকুইনক্সও বলে।
তবে জ্যোতির্বিদরা বলছেন, এ দিনে দিন-রাত সমান হয় বলা হলেও প্রকৃতপক্ষে একেবারেই দিন ১২ ও রাত ১২ ঘণ্টা হয় না। দিন ও রাতের মধ্যে প্রকৃতপক্ষে ৮ মিনিটের একটি পার্থক্য থাকে। এই ৮ মিনিট ১২ ঘণ্টার তুলনায় খুবই নগণ্য সময় বলে জ্যোতির্বিদরা এ দিনে দিন-রাত সমান হিসেবে ধরে নেন।