২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে প্রায় ৪ হাজার টন ইলিশ  

নদী থেকে ইলিশ ধরে ট্রাকে সাজানো হচ্ছে  © ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। বুধবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রপ্তানির এ অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোট ৭৯টি প্রতিষ্ঠানের অনূকুলে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।

গত বছর পূজার সময় ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে রপ্তানি হয়েছে ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি হয়েছিল। অনুমোদনের তুলনায় রপ্তানির পরিমাণ ছিল ৩০ থেকে ৪০ শতাংশ কম।

১ সেপ্টেম্বর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে পাঁচ হাজার টন ইলিশের চাহিদা দিয়ে আবেদন করে কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। পরে ৪ সেপ্টেম্বর সেই আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে এসে পৌঁছায়। এ আবেদনের প্রেক্ষতিতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রনালয়।

আরও পড়ুন: ‘ডিমের মতো আলুও আমদানি করা হবে’

বাণিজ্য মন্ত্রনালয় সূত্রে জানা যায়, গত বছর যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে নির্ধারিত পরিমাণ মাছ রপ্তানি করতে পারেনি। অনেক প্রতিষ্ঠান রপ্তানিই করতে পারেনি। মাছ রপ্তানির বিষয়টি মূলত কী পরিমাণ মাছ ধরা পড়লো সেটির উপরও অনেকটা নির্ভর করে। এবার প্রতিষ্ঠানের সক্ষমতা অনুযায়ী রপ্তানির পরিমাণ নির্ধারণ করেছে মন্ত্রনালয়।

বণিজ্য মন্ত্রনালয় জানিয়েছে, সরকার প্রয়োজনে যে কোনো সময় ইলিশ রফতানি বন্ধ করতে পারবে। এ অনুমতির কোনোভাবেই হস্তান্তরযোগ্য না। অনুমোদিদ রপ্তানিকারক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের রপ্তানি করার সুযোগ নেই।