রক্তদানে ক্ষতি নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: বিএসএমএমইউ ভিসি

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন  © সংগৃহীত

রক্তদানে কোনো ক্ষতি নেই বরং রক্তদানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ। স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব এফেরিসিস সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, রক্তদানের ক্ষেত্রে নিরাপদ রক্ত সঞ্চালনের বিষয়টি মনে রাখতে হবে। এফেরিসিস প্লাটিলেট ডেঙ্গু রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে প্রথমবারের মতো বিএসএমএমইউয়ে দিবসটি পালিত হলো। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীরা বর্তমানে রক্ত নিয়ে প্রচুর গবেষণা করছেন। যার কারণে রক্তের মাধ্যমে বর্তমানে অনেক জটিল রোগের সেবা বাংলাদেশেই দেয়া সম্ভব হচ্ছে।  

বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ও রোগীদের জীবন বাঁচাতে রক্তের বিরাট অবদান রয়েছে এ কথা উল্লেখ করে উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দানের এবং রক্ত নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন বলেই ১৯৭২ সালের ৮ অক্টোবর ট্রান্সফিউশন বিভাগ উদ্বোধন করেছেন। 

সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম।

আলোচনা সভায় অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, গবেষণা সহকারী ডা. খান আনিসুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. ফিরোজা বেগম, ডা. সুর্বণা সাহা, ব্লাড প্রোগ্রাম অফিসার ডা. নাদিয়া শারমিন তৃষা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকাসহ ১৯ জেলায় ভারী বর্ষণের আভাস

বিএসএমএমইউয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এফেরেসিস ইউনিটের সেবা পাওয়া রোগের মধ্যে রয়েছে, গুলেন বারী সিনড্রম, মাইয়েসথেনিয়া গ্রেভিস, রেনাল এলোগ্রাফট রিজেকশন, এসএলই উয়িথ আরপিজিএন, ক্রোনিক ইনফ্লামেটারি ডিমাইলেটিং পলিনিউরোপ্যাথি, ট্রান্সভারস মাইলাইটিস, মাল্টিপোল মাইলোমা, ফ্যামেলিয়ার হাইপারলিপিডিমিয়া, এটিপিক্যাল হিমোলাইটিক ইরেমিক সিনন্ড্রম, ডিকমপেনসেটেট লিভার সিরোসিস, থ্যাইমোমা, সিকেল সেল ডিজিস, গ্রেভস ডিজিস এবং এ্যাকুট অন ক্রোনিক লিভার ডিজিস।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এফেরিসিস ইউনিটে বিগত দশ বছর ধরে বিভিন্ন সেবা প্রদান করে আসছে। আমেরিকান সোসাইটি ফর এফেরিসিস প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্ব এফেরেসিস সচেনতা দিবস পালন করছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence