কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই

আগুন নেভার পর দোকন খোলার চেষ্টা করছেন মালিকরা
আগুন নেভার পর দোকন খোলার চেষ্টা করছেন মালিকরা  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮টি সোনার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এছাড়াও যোগ দিয়েছে সেনা-নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বুধবার রাত ৩টা ৪৩ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল আরও জানায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপনী সাহায্যকারী দল।

এদিকে সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে গেছে কৃষি মার্কেটের নতুন কাঁচা বাজারের মার্কেটের সামনে থাকা ৯টি ও ভেতরে থাকা ৯টি সোনার দোকান। এর মধ্যে রয়েছে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স। সোনার দোকান ছাড়াও মার্কেটটিতে কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল।

কয়েকটি জুয়েলার্সের মালিক জানান, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন। তখন সোনার দোকানগুলোতে আগুন লাগেনি। অল্প সময়ের মধ্যে কিছু মালামাল সরিয়েছেন তারা। তবে সব মালামাল সরাতে পারেননি। অর্ধেকের বেশি জুয়েলারি দোকনের মধ্যে রয়ে গেছে।

জুয়েলারি মালিকদের চিন্তা তাদের যে সব সোনা রয়েছে তা তারা কোনো ভাবে উদ্ধার করতে পারবেন কি-না।

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার জানান, তার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। এখন দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।


সর্বশেষ সংবাদ