শিক্ষার্থীদের টিফিনের অর্থে রাস্তা সংস্কার
ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া এলাকায় আমানাতুল্লা ইসলামী একাডেমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে রাস্তা সংস্কার করছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে গড়ে তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও। যার নাম দেয়া হয়েছে একতাবন্ধন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলের সামনের রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় দুর্ভোগে ছিলেন তারা। কোন উপায় না পেয়ে অবশেষে নিজের স্কুলের টিফিনের টাকা জমিয়ে সংস্কার কাজ শুরু করেন শিক্ষার্থীরা। স্কুলের সামনে থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তার কাজ করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষকরাও। সেইসাথে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
আরও পড়ুন: খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদে ক্যান্টিনে তালা শিক্ষার্থীদের, বিক্ষোভ
সংগঠনটির সভাপতি স্কুলের শিক্ষক আব্দুস সালাম বলছেন, মানুষের উপকারে এগিয়ে আসার জন্য গঠিত হয়েছে সংগঠনটি। সকলে একত্রিত হলে করা যায় সব কাজ।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, এটি মেরামতের জন্য আমরা টিফিনের টাকা জমিয়ে এবং শিক্ষকদের সহযোগীতার মাধ্যমে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি।