১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২

‘শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা পেলে দুর্নীতি কমে যাবে’

সংবর্ধনা অনুষ্ঠান  © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেছেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই দেশে দুর্নীতি কমে যাবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদক মহাপরিচালক বলেন, দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় আনছি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি।

সৈয়দ ইকবাল হোসেন বলেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। এ বিনিয়োগে সবাই সফল হয়েছেন। শিক্ষায় বিনিয়োগ দেশ-সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মতিন, সমাজসেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান প্রমুখ।