০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬
এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের গৌরনদীতে ঝুলন্ত অবস্থায় এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাঠি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পরীক্ষার্থীর নাম রাকিব হাওলাদার। সে
রাকিব লক্ষণকাঠি গ্রামের ভ্যানচালক আনোয়ার হাওলাদারের ছেলে। রাকিব শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
এ ব্যাপারে গৌরনদী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
গৌরনদী থানার এসআই মো. নাসির উদ্দিন জানান, রাকিব এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবা আনোয়ার একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।