০৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৭

নিষেধাজ্ঞা অমান্য করে পাঠদান করায় কোচিং সেন্টারকে জরিমানা

কোচিং সেন্টারকে অর্থদন্ড প্রদান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় নিষেধাজ্ঞা অমান্য করে পাঠদান করায়  দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে পৌরসভার প্রতিশ্রুতি কোচিং সেন্টার ও প্রতিফলন কোচিং সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার এই অর্থদণ্ড প্রদান করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টারে পাঠদান করায় দণ্ডবিধি ১৮৬০ এ দুইটি কোচিং সেন্টার -কে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।