০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৬

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯

আগুন নেভানোর পর ঘটনাস্থল পরিদর্শন করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা  © সংগৃহীত

সিলেটের মিরা বাজারে অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ৯ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায় স্টেশনের আশপাশে। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।