৩০ আগস্ট ২০২৩, ১৩:২৪

ছাত্রনেতাদের দেখানো অস্ত্র গোয়েন্দা পুলিশের: রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী  © ফাইল ফটো

বিএনপির ছাত্রনেতাদের অস্ত্রসহ আটকের ঘটনা সাজানো নাটক এবং এসব গোয়েন্দা পুলিশের অস্ত্র বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী বলেন, সামনে নির্বাচন নিয়ে তারা নানা চক্রান্ত করছে। নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। তাদের পেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বিভিন্নভাবে এসব অস্ত্র মজুদ করে এই নাটকগুলো সাজাচ্ছে। তাদের এই সাজানো নাটকের উদ্দেশ্য জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করা। জনগণকে তারা দেখাতে চায়, বিএনপির ছাত্রসংগঠনগুলো নাশকতার ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন: শুধু ভাতই খাওয়াই না, অস্ত্রও উদ্ধার করি: ডিবি প্রধান

বিএনপির এই নেতা আরও বলেন, এসব তারা এর আগেও ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় এখন আর এগুলো বিশ্বাস করে না। এদের গুম-খুন বিচার-বহির্ভূত হত্যা, একের পর এক মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে প্রমাণিত যে এ সরকার গণবিরোধী সরকার।