২৮ আগস্ট ২০২৩, ১১:৩৪
চট্টগ্রামে নালায় তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ থাকা দেড় বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকালে উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকার নালায় ডুবে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন।
স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি নালায় পড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন, গতকাল (রোববার) বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। আজ (সোমবার) সকালে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।