২৭ আগস্ট ২০২৩, ১১:২৩

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুসহ বাবা নিহত

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুসহ বাবা নিহত
চট্টগ্রাম জেলা মানচিত্র  © ফাইল ছবি

ভারি বর্ষণে চট্টগ্রাম নগরের ষোলশহরে পাহাড় ধসে শিশুসহ বাবার মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভিতরে এ ঘটনা ঘটে। বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও তার শিশুকণ্যা বিবি জান্নাত (৭ মাস)।

জানা যায়, ভরি বর্ষণে পাহাড় ধসে বাড়ির উপর পড়ে। এসময় বাড়ির সদস্যরা ঘরেই মধ্যেই অবস্থান করছিল। ফলে সবাই মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এসময় ৪ জনকে মাটির নিচ থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মৃত দুজন সম্পর্কে বাবা-মেয়ে। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বায়েজিদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভিতরে পাহাড় ধসে আহত চারজনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।