বদলির আদেশ পেয়েই থানার এসি-টিভি খুলে নিলেন ওসি
বদলির আদেশে পাওয়ার পর টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম থানায় লাগানো এসি, টেলিভিশন, আইপিএস ও সোফা নিয়ে গেছেন। জানা গেছে ওই জিনিসপত্রগুলো স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিরা থানার উন্নয়নের জন্য অনুদান হিসেবে দিয়েছিলেন। তবে ওসি সেই অনুদানের মালামাল নিজের সম্পদ করে নিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে থানার এই জিনিসপত্র খুলে ভ্যানে করে নিজের কোয়াটারে নেন পুলিশ কর্মকর্তা ফরিদুল।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক আদেশে ওসি ফরিদুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তাঁর বদলির আদেশের পরদিন রাতে থানার ওসির কক্ষে লাগানো এসি, টেলিভিশন, সোফা ও আইপিএস খুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, যমুনা নদীর বালুমহাল পরিচালনাকারী ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে উপঢৌকন হিসেবে এসব জিনিস দেওয়া হয়েছিল। যদিও ওসি সেগুলো ব্যক্তিগত টাকায় কেনা বলে দাবি করেছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, থানার জিনিসপত্র ব্যক্তিগত কাউকে দেওয়া হয় না। থানায় যে ওসি আসবে সেই ব্যবহার করবে। এজন্যই জিনিসপত্রগুলো কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। এতো নিচু মন মানসিকতার ওসি সেটা জানা ছিল না।
থানার পুলিশ সদস্য উদয় জানান, ওসি স্যারের নির্দেশে জিনিসপত্রগুলো খুলে নেওয়া হয়েছে। এরপর সেগুলো ভ্যানযোগে ওসির কোয়ার্টারে রাখা হয়েছে।
বদলি হওয়া ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, যেগুলো থানা হতে খোলা হয়েছে সেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। সুতরাং সেগুলো আমি নিতেই পারি।