২৬ আগস্ট ২০২৩, ০৮:২২

নৌকায় ভোট চাওয়া দেওয়ানগঞ্জের ওসিকে প্রত্যাহার

ওসি শ্যামল চন্দ্র ধর  © ফাইল ছবি

আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চাওয়ায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর তদন্ত হাবিব সাত্তিকে। জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিলে দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ এমপি। সেই আলোচনা সভায় দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে আওয়ামী লীগকে নিজের দল দাবি করে সবার কাছে নৌকা প্রতীকে ভোটের আহ্বান জানান।  

তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।

জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, শুক্রবার বিকেলে ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।