বগুড়ায় শহীদ তোতা স্মৃতি সংঘের সভাপতি শান্ত, সম্পাদক সামিউল
বগুড়ায় শহীদ তোতা স্মৃতি সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার রহমান শান্ত। আর সাধারণ সম্পাদক হয়েছেন সামিউল হক।
বুধবার সকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
এছাড়া ৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ নির্বাচিত করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন এটিএম শাফিকুল হাসান জুয়েল, মো: নাহিদুজ্জামান নিশাদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সানাউল হক সানা।
৩১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি হলেন রাকিবুল হাসান শান্ত, শামসুদ্দিন জুয়েল, রানা মন্ডল, দীপু মন্ডল, আজমাইন আখতার আনন্দ, সোহেল রানা বাবু, আমিনুল ইসলাম, প্রসেনজিৎ রায়। যুগ্ন সাধারন সম্পাদক রুবেল হোসেন, নাঈমুল হাসান শান্ত, সোহানুর রহমান সোহান, জান্নাতুল সাব্বির, ফিরোজ মোহাম্মদ তানভীর, সাংগঠনিক সম্পাদক মহিদুল হাসান পলাশ, দপ্তর সম্পাদক হাসান শাহরিয়ার বাঁধন।
এছাড়াও আরও ১২ জনকে কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।