৩ দিন ধরে কর্মবিরতিতে ওসমানী মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসকরা, বিঘ্নিত চিকিৎসাসেবা
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাঘাত ঘটছে চিকিৎসা সেবায়। বুধবার (২৩ আগস্ট) সকালেও তারা কাজে যোগদান করেননি। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও হেনস্থার পর নিরাপত্তা নিশ্চিত ও কুইক রেসপন্স টিম গঠনের দাবিতে তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে শিক্ষানবিশ চিকিৎসকরা।
সোমবার (২১ আগস্ট) বিকেলে এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা চড়াও হন ইন্টার্ন চিকিৎসকদের ওপর। হাসপাতালের ৩৫ নং ওয়ার্ডে ভাঙচুরও করে তারা। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করলেও ঘটনার প্রতিবাদে বুধবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
কর্মবিরতির কারণে সিলেটের সবচেয়ে বড় সরকারি হাসপাতালটিতে তৈরি হয়েছে নতুন ভোগান্তি। তবে মিডলেভেল চিকিৎসকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষের বার বার অনুরোধেও কাজে ফেরেনি ইন্টার্ন চিকিৎকরা। হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পর তারা জানান, বুধবার দুপুর পর্যন্ত কতৃর্পক্ষের গৃহিত পদক্ষেপ পর্যবেক্ষণ করবেন তারা। তার পরই কাজে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।