চট্টগ্রাম ও নেত্রকোনায় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৮:৪৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৩, ০৮:৪৭ AM
থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৩)-এর জন্যে বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত হল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২৩) আঞ্চলিক পর্ব। শনিবার (১৯ আগস্ট) চটগ্রাম ও নেত্রকোনায় দুটি আঞ্চলিক পর্বে প্রায় সহাস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে দেশের তিনটি বিভাগ ও একটি জেলা শহরে। আগামী ২৫ আগস্ট অন্যান্য জেলার শিক্ষার্থীদের জন্য অনলাইনে ও ২৬ আগস্ট ঢাকার শিক্ষার্থীদের নিয়ে ভেন্যুতে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
নেত্রকোনার আঞ্চলিক অলিম্পিয়াডটি আয়োজিত হয় আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ে। এই অলিম্পিয়াডে নেত্রকোনা ও আশেপাশের জেলাগুলোর ৩৯টি বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নেত্রকোণা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিতাংশু কুমার ভদ্র।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ আরাফাত-উল-ইসলাম, আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাসুদেব সাহা, আবু আব্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কিবর সরকার, সহকারী প্রধান শিক্ষক আবু সাদেক ও নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। নেত্রকোনা আঞ্চলিক অলিম্পিয়াডটি আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করে বিজ্ঞান ক্লাব ‘ম্যাসন’।
অন্যদিকে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের নাসিরাবাদে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ‘চট্টগ্রাম আঞ্চলিক পর্ব’। এই অলিম্পিয়াডে চট্টগ্রাম জেলার ৪৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকালে স্কুলের মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলমগির কবির এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। পরবর্তীতে অংশগ্রহণকারীদেরকে নিয়ে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধনী ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থিরা ১ ঘন্টা ১৫ মিনিটের পরীক্ষা পর্বে অংশ নেয়। পরীক্ষার পর প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেয় শিক্ষার্থীরা।
এ পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহকারী অধ্যাপক সুনন্দা বৈদ্য, ইউএসটিসি ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী দাস। স্থানীয়ভাবে চট্টগ্রাম আঞ্চলিক পর্বটি আয়োজনে সহযোগিতা করেছে চট্টগ্রামের সামাজিক সংগঠন ‘অব্যয়’।
চট্টগ্রাম ও নেত্রকোনার আঞ্চলিক পর্বের ফলাফল বিডিজেএসও-র ওয়েবসাইটে খুব শিগগিরই প্রকাশ করা হবে। সকল আঞ্চলিক পর্ব ও স্কুল অলিম্পিয়াডের বিজয়ীদের তালিকা বিডিজেএসও-এর ওয়েবসাইটে (www.bdjso.org) পাওয়া যাবে। এছাড়া, আগামী ২৬ আগস্ট ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এবছর চারটি আঞ্চলিক পর্ব, অনলাইন অলিম্পিয়াড ও স্কুল অলিম্পিয়াডের বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বে।
এরপর জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ৯ম বিডিজেএসও ক্যাম্প। বিডিজেএসও ক্যাম্পের সেরাদের নিয়ে আয়োজিত হবে এক্সটেনশন ক্যাম্প। সেখান থেকে বাছাই করা হবে থাইল্যান্ডে ডিসেম্বরে অনুষ্ঠেয় ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ছয় সদস্যের বাংলাদেশ দল।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পনসর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে আছে দৈনিক প্রথম আলো ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
স্থানীয় আয়োজক হিসেবে আছে ম্যাসন, অব্যয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট। অলিম্পিয়াডের আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিজেএসও-র ওয়েবসাইট www.bdjso.org এবং ফেসবুক পেইজ www.facebook.com/bdjso এ।