১৯ আগস্ট ২০২৩, ০৮:১৫

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: মা-বাবা-বোনের পর চলে গেল ৫ বছরের রোজা

তানহা ইসলাম রোজা  © সংগৃহীত

গত ১৫ আগস্ট ভোরে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ওই ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ তানহা ইসলাম রোজা (৫) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনডোর আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোজার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে ১৫ আগস্ট অগ্নিকাণ্ডে প্রাণ হারান রোজার মা মিনা বেগম (২২), বাবা সোহাগ (২২), দেড় বছর বয়সী ছোট বোন তৈয়বা আক্তার, চাচি জেসমিন আক্তার (৩৫) ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোন তিশা আক্তার। 

প্রমঙ্গত, মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামের পাশের বসতঘরে ঘুমিয়ে থাকা রোজার মা, দেড় বছর বয়সী ছোট বোন ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোনের মরদেহ উদ্ধার করা হয়। ভোরে চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে রোজার বাবা সোহাগ ও চাচি জেসমিন আক্তারের মৃত্যু হয়।