‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মাঠে থাকবে বঙ্গবন্ধু পরিষদ’
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে, একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী যে কোন অপশক্তি মোকাবেলায় শুধু তাত্ত্বিক লড়াই নয়, প্রয়োজনে মাঠে নেমে কর্মসূচি ভিত্তিক লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার (১৮ আগস্ট) বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডা এস এ মালেকের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত স্মৃতিতর্পণ সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একনিষ্ঠ অনুসারী ছিলেন ডা এস এ মালেক, যিনি জীবনের শেষদিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস উসমান বলেন, বিদেশি তৎপরতা ও এদেশীয় চক্রান্ত সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে আমরা এক সংকটময় সময় পার করছি।
যেখানে বঙ্গবন্ধুকন্যা-জননেত্রী শেখ হাসিনা একাই লড়ে যাচ্ছেন, একাই কথা বলছেন, আমরা বাকিরা শুধু তাঁর উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে বসে আছি। অথচ এখন নিজেদের আত্মজিজ্ঞাসার সময়। তাই বঙ্গবন্ধু পরিষদকে শুধু তাত্ত্বিক আলোচনার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক কাজে যুক্ত হতে হবে, প্রয়োজনে মাঠে নেমে কাজ করতে হবে—বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।
তিনি বলেন, আমরা যদি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের প্রতি ও শেখ হাসিনার সরকারের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলেই ডা এস এ মালেকের প্রতি সঠিক সম্মান প্রদর্শন করা হবে।
সভাপতির (ভারপ্রাপ্ত) বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডা এস এ মালেক ছিলেন একজন বহুমাত্রিক মানুষ। তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় নিষ্ঠাবান ছিলেন, যার সততা ও আদর্শবাদিতা ছিল অনন্য। যিনি একইসাথে ক্ষমতার কেন্দ্রে এবং বাইরে থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাজীবন কাজ করে গেছেন।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় স্মৃতিতর্পণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড এ জে এম শফিউল আলম ভুঁইয়া।
এছাড়াও সমাজতত্ত্ববিদ ও গবেষক ড খন্দকার সাখাওয়াত আলী, বিশিষ্ট চিকিৎসক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডা শেখ আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট চিকিৎসক ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ডা শেখ আবদুল্লাহ আল মামুন ও অর্থনীতি-বিশ্লেষক ও বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল বক্তব্য রাখেন অনুষ্ঠানে।