১৮ আগস্ট ২০২৩, ১২:০১
বিএনপিতে পদোন্নতি পেলেন মিল্লাত, জুয়েল ও আবেদ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বলে এতে জানানো হয়েছে।