খালেদা জিয়ারকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তবে, জ্বর কমেছে। অ্যান্টিবায়োটিক দিয়ে অন্য জটিলতাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। নিবিড় পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। তাঁকে আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ তথ্য জানান।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়া এখনও কেবিনেই আছেন। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে, ভালো-মন্দ নিয়ে এখনই বলার সময় আসেনি।
মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, প্রতিদিনই তাঁর স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিভারের মতো জটিল সমস্যা তো আছেই। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা কর যাচ্ছে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এজন্য তাঁকে বারবার মাল্টিপল ডিজিজ সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রক্তের হিমোগ্লোবিন, প্রেসার ও ডায়াবেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবকটি প্যারামিটারই ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এ পর্যন্ত অনেক টেস্ট করা হয়েছে। বোর্ড কয়েকটির রেজাল্ট দেখে উদ্বিগ্ন। এজন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।