সেই সুখরঞ্জন বালিকে দেখা গেল সাঈদীর জানাজায়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এই জানাজায় দেখা মিলেছে দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধের মামলায় বহুল আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালিকে। এসময় তাকে বলতে দেখা গেছে, সে (সাঈদী) নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সে দুই টার্ম আমাদের এখানে এমপি ছিলেন, আমরা মায়ের কোলের মত নিরাপদ ছিলাম। সে খুব ভালো মানুষ ছিলেন।
এর আগে সকাল ১০টার দিকে সাঈদী ফাউন্ডেশন মাঠে পৌঁছে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি। এসময় তার জানাজা ঘিরে সাঈদী ফাউন্ডেশন মাঠ ও আশেপাশে মানুষের অনেক ভিড় দেখা গেছে।
এদিকে ফাউন্ডেশন মসজিদের পাশে সাঈদী পারিবারিক কবরস্থানে বড় ছেলে মাওলানা রাফীক সাঈদীর কবরের পাশে তার কবর খনন করা হয়েছে। বিকেলে সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।