সরকার দেশকে আ.লীগ-বিএনপিতে ভাগ করেছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশকে আওয়ামী লীগ ও বিএনপি দুই ভাগে ভাগ করেছে। এ বিভক্তি দেশের জন্য অত্যন্ত অমঙ্গল বয়ে আনবে। শনিবার (১২ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ অভিযোগ করেছেন তিনি।
তিনি আরও বলেন, দেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের আমলে। আর দোষারোপ করা হয় বিএনপিকে। ভারতে গিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায় আওয়ামী লীগ।
এর আগে শনিবার সকালে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
তিনি আরও বলেন, দেশজুড়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে মানুষ। তাই তার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন। একটি কুচক্রীমহল দীর্ঘকাল ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে।