১২ আগস্ট ২০২৩, ১৩:৫৮
কার্জন হল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যােলয় (ঢাবি) ক্যাম্পাসের কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম জানান খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কোনো কারণে মৃত্যু হতে পারে।