১১ আগস্ট ২০২৩, ১৯:৩৫

ভোলায় গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব

গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব-২০২৩  © টিডিসি ছবি

প্লাটিনাম সায়েন্স সোসাইটি এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব-২০২৩। গতকাল বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার ২১টি স্কুলের ৬০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

অলিম্পিয়াড শেষে পুরস্কার বিতরণী করা হয়। ডাক্তার শ্বাশত মিস্ত্রি চন্দনেরর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাওহীদ ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিধান কৃষ্ণ দাস, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসিস্ট্যান্ট হেডমাস্টার ইসমাইল শিকদার। 

ডাক্তার শ্বাশত মিস্ত্রি চন্দন বলেন, সমাজে বিজ্ঞান মনস্ক মানুষ তৈরির লক্ষেই তারা গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব করে থাকেন। আগামীর বিশ্বে গণিত এবং বিজ্ঞানের কোন বিকল্প নাই।
 
অনুষ্ঠানের আহবায়ক ছিলেন প্লাটিনাম সায়েন্স সোসাইটির সাধারণ সম্পাদক, সঞ্চালনায় ছিলেন মো. ইমন হোসেন ও অনন্যা আক্তার ইলমি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২০ জন ভলান্টিয়ার কাজ করেছেন এই আয়োজনে।

পুরষ্কারপ্রাপ্তরা হলেন, জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-অষ্টম) ও সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম)। দুই ক্যাটাগরিতে ৫ জন করে মোট ১০ জন প্রতিযোগিকে পুরষ্কৃত করা হয়েছে।

সেকেন্ডারি ক্যাটাগরি
প্রথম স্থান : জুইফুর রহমান( নবম শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়
দ্বিতীয় স্থান: মো. রিয়াদ হোসেন চৌধুরী (নবম শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়
তৃতীয় স্থান: তমালিকা দাস (নবম শ্রেণি), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
চতুর্থ স্থান: মো. আবরার জাহি (নবম শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়
পঞ্চম স্থান: মো. হাসনাত (দশম শ্রেণি), আবদুর রব স্কুল এন্ড কলেজ

জুনিয়র ক্যাটাগরি
প্রথম স্থান: হিমেশ মন্ডল(ষষ্ঠ শ্রেণি), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়
দ্বিতীয় স্থান: রুকাইয়া হাসান (অষ্টম  শ্রেণি), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
তৃতীয় স্থান: দিদারুল ইসলাম জিদান (সপ্তম  শ্রেণি), ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়
চতুর্থ স্থান: মো. হাবিব (ষষ্ঠ শ্রেণি), টবগী মাধ্যমিক বিদ্যালয়
পঞ্চম স্থান: আমেনা আনিকা তাসনিম (অষ্টম শ্রেণি), ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়