রাঙামাটিতে পানিতে ডুবে স্কুলছাত্রসহ তিন শিশুর মৃত্যু
রাঙামাটিতে পানিতে ডুবে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীসহ ৩ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী, খেদারমারা ও সাজেকের ভাইবোনছড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মেনকা চাকমা, রাহুর বড়ুয়া ও জুনি চাকমা। এর আগে থেকে গত মঙ্গলবারে বন্যার পানিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পানিতে ডুবে রাহুর বড়ুয়া নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। রাহুল অরুন বড়ুয়ার ছেলে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দিন সন্ধ্যায় খেদারমারা ইউনিয়নের দক্ষিণ খিলারচর এলাকায় জুনি চাকমা নামের আরেক শিশু বন্যার পানিতে ডুবে নিহত হয়। জুনি চিকন্যা চাকমার সন্তান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, বন্যার পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার উপজেলার হাজিপাড়া এলাকায় জুয়েল নামের এক শিশু বন্যার পানিতে ভেসে যায়। ৩ দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী কাদের মেম্বারপাড়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়