১০ আগস্ট ২০২৩, ১৯:২১
চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি
চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি জানান, বিএনএম ও বিএসপিকে নিবন্ধন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হবে।
ইসি সূত্রে জানা গেছে, এবার রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ১৯৬টি দল আবেদন করেছিল। আবেদন যাচাই-বাছাই শেষে ১২টি দল শর্ত পূরণ করে। এই দলগুলোর মধ্যে দুটি দলকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো।
চূড়ান্ত নিবন্ধন সনদ পাওয়া বিএনএম ও বিএসপিসহ বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাড়াল ৪৪টি।