০৯ আগস্ট ২০২৩, ১২:০৪

লোহাগাড়ায় বানের পানিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের পর এবার বৃদ্ধের মৃত্যু

জুনায়েদুল ইসলাম জারিফ ও আসহাব মিয়া  © টিডিসি ছবি

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে বানের পানিতে নিখোঁজ আসহাব মিয়া (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের চুনতিপাড়া খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসহাব মিয়ার আমিরাবাদ চট্টলা পাড়ার কালু মিয়ার পুত্র।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে একই ইউনিয়নের জনকল্যাণ এলাকা থেকে জুনায়েদুল ইসলাম জারিফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল জানান, আজ সকালে পুদয়া ইউনিয়নের চুনতিপাড়া এলাকায় খালে নিখোঁজ আসহাব মিয়ার ভাসমান অবস্থায় লাশ দেখে স্থানীয়া। পরে আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে থানা নিহতের স্বজন ও পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। 

এর আর আগে, গত সোমবার (৭ আগস্ট ) বিকেল দিকে তেওয়ারিহাট বাজার থেকে আমিরাবাদ চট্টলাপাড়া এলাকায় বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে তলিয়ে যায় আসহাব মিয়া৷ এরপর থেকে নিখোঁজ ছিল তিনি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম  বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাড়ির পাশের পানির তলে থেকে জুনায়েদুল ইসলাম জারিফের (২২) লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জুলফিকার আলি ভোট্টুর ছেলে। নিহত জারিফ চন্দনাইশ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন।