০৯ আগস্ট ২০২৩, ০০:৩০

পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু

পদ্মা সেতু উত্তর থানা  © ফাইল ছবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুকুরে ডুবে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৬টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়রা শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু দুইজন উপজেলার কুমারভোগ ইউনিয়নের কুমারভোগ গ্রামে গ্রামের শাহ আলম মৃধার কন্যা চাঁদনী (১০) ও জাহিদ শিকদারের মেয়ে মরিয়ম (১১)। তারা দুইজন মৌছা আমেনা হাকিম দাখিল মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মৌছা আমেনা হাকিম দাখিল মাদরাসায় যায় নিহত চাঁদনী ও মরিয়ম। সারাদিন ক্লাস শেষ করে বিকেল ৫টার দিকে মাদরাসা থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ৬টার দিকে বাড়ির পাশে থাকা একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে বাসায় না ফিরে আসায় পরিবারের সদস্যরা ডাক দিতে যায় পুকুর পাড়ে। পরে চাঁদনী নামের শিশুর লাশটি পানিতে ভেসে থাকতে দেখা যায়। এরপর পুকুরে অনেক খোঁজাখোঁজি করে মরিয়মের মরদেহটি উদ্ধার করা হয়।

মৌছা আমেনা হাকিম দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মোস্তফা কামাল জানান, আমাদের মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী চাঁদনী ও মরিয়ম। অনেক মেধাবী শিক্ষার্থী ছিলো। নর্ম ভদ্র। আমরা শোকাহত। আল্লাহ ওদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

ঘটনার সত্যতা স্বীকার করে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের শেষে ঘটনা প্রকৃত কারণ জানা যাবে।