রিজভীর বিরুদ্ধে ডিবি কার্যালয়ে হিরো আলমের অভিযোগ
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। ‘পাগল ও অশিক্ষিত’ বলায় ডিবির কাছে অভিযোগ করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করবেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেছেন, অবমাননাকর কথা বলায় আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। কিন্তু, সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেওয়া হয় না। আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, এজন্য আমি লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয় এসেছি। কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।
আরও পড়ুন: ৪৬ হাজার টাকা করে ফেরত পাবেন হাজিরা
নানা কারণে আলোচনায় থাকেন হিরো আলম। সবশেষ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন তিনি। গত ১৭ জুলাই নির্বাচনের দিন তার উপর হামলার ঘটনা ঘটে। এতে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকাসহ বিভিন্ন দেশ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।