বিয়ের গান গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের দিন গান গাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বেতাহুঞ্জা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। গতকাল শুক্রবার বিয়ে উপলক্ষে আগের রাতে বরের বাড়িতে ধামাইল গান গাইতে এলাকার কিছু ছেলে সমবেত হয়। তখন ওই এলাকার চেরাগ মিয়া, এরাগ মিয়া এবং লালা মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের বিরোধ মিটমাট করেন।
বৃহস্পতিবার রাতের ওই ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। স্থানীয়দের মধ্যস্থতায় সংঘর্ষ থামার পর রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, উভয় পক্ষ নামাজে যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।