০৩ আগস্ট ২০২৩, ১৮:৪৮

পরীক্ষায় নকল করায় ছাত্রী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

চাটখিল কামিল মাদ্রাসা  © সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষায় নকলের দায়ে এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল (ডিগ্রি) দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় পরিদর্শনে যান উজ্জ্বল রায়। এ সময় নকল করা অবস্থায় খোয়াজের বিটি ফাজিল মাদ্রাসার সাবিহা জাহান তাসফি নামে এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরেন এবং তাকে বহিষ্কার করা হয়।

এ সময় দায়িত্বে অবহেলা করায় চাটখিল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফয়সাল আহমেদ ও মল্লিকা দীঘির পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দিনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। 

উজ্জ্বল রায় বলেন, ‘আমি প্রথমে ওয়াশরুমে গিয়ে নামসহ একটি বই দেখতে পাই। রুমে এসে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে সেই বই রাখার কথা স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ওই বই থেকে ছেঁড়া উত্তরের অংশ পাওয়া যায়। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। এ সময় কক্ষে থাকা দুই শিক্ষককে দায়িত্ব পালনে অবহেলার কারণে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।’